• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রংপুরে যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট                     

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

             
রংপুর সিটি করপোরেশন ব্যাটারি চালিত অটো রিকশা ও রিকশার লাইসেন্স দিয়েছে ৮ হাজার। এর মধ্যে অটো রিকশার ৫ হাজার এবং রিকশার ৩ হাজার। কিন্তু নগরীতে অটো রিকশা ও রিকশা চলছে ৩০ হাজারের বেশি। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বাইরের জেলা ও উপজেলা থেকে শত শত অটো রিকশা প্রবেশ করবে।

তাই যানযট নিরসন ও জনসাধারণ নিরাপদে বাজারে যাতায়াত করতে পারে এ লক্ষে রংপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।

রমজানের দ্বিতীয় দিনে রংপুর নগরীর লক্ষী সিনেমা হল মোড়, গোমস্তপাড়া মোড়, জীবনবীমা মোড়, লায়ন্স স্কুল এন্ড কলেজ মোড়, বেগম রোকেয়া কলেজ মোড়সহ  বেশ কয়েকটি পয়েন্টে চেক পোস্ট বসানো হয়েছে নগরবাসী যানজট নিরসনে ট্রাফিক বিভাাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। 

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) বেলাল হোসেন বলেন, পবিত্র রমজানে সাধারণ মানুষের নিরাপত্তা ও যানযট নিরসনের লক্ষে রংপুর মেট্রোপলিট পুলিশ কমিশনার নুরে আলম মিনার নির্দেশক্রমে নগরীর বিভিন্ন পয়েন্টে এই চেকপোস্ট বসানো হয়েছে। জনসাধারণের সুবিধার্থে পুরো রমজান মাসে যানজট নিরসন ও  নিরাপত্তা ব্যবস্থা চলমান থাকবে।

Place your advertisement here
Place your advertisement here