• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

বাবার কুলখানির আগেই সড়কে ঝরলো ছেলের প্রাণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুরের কাউনিয়া উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মিজানুর রহমান (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাহাবাজ এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক হরিদাশ গ্ৰামের গৌছ উদ্দিনের ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের পলাশবাড়ী এলাকার সুপারভাইজার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফরহাদ মন্ডল জানান, মিজানুর মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান আরেকটি গাড়ি ওভারটেক করছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন মিজানুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আব্দুল মালেক বলেন, বাবা তিন সপ্তাহ আগে মারা যান। বাবার কুলখানি আয়োজনের জন্য আলোচনা করতে ছোট ভাই মিজানুর বৃহস্পতিবার বাড়ি আসে। শুক্রবার সব ভাই বসে আলোচনাও করেছি। শনিবার সকালে কর্মস্থলে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় মিজানুর মারা যায়। বাবার কুলখানিও দেখে যেতে পারলো না ভাই।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, কাভার্ডভ্যানসহ চালক মজিবরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here