• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রসিকের ২৬নং ওয়ার্ডে পুনরায় ভোটে কাউন্সিলর শাহাজাদা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

সমান ভোট পাওয়ায় রংপুর সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডে পুনরায় ভোট হয়েছে। এতে কাউন্সিলর পদে বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন মো. শাহাজাদা (ঠেলাগাড়ি)। ওই ওয়ার্ডের ৭টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৪ হাজার ২০৯ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. সাইফুল ইসলাম ফুলু (ঘুড়ি) পেয়েছেন ৩ হাজার ২৬৪ ভোট। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। 

এ নির্বাচনে ৭টি কেন্দ্রের মধ্যে নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পুরুষ ও মহিলা কেন্দ্র, রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয় পুরুষ ও দুটি মহিলা কেন্দ্রে বিজয়ী হয়েছেন মো. শাহাজাদা। শুধুমাত্র রংপুর হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতালের পুরুষ ও মহিলা কেন্দ্রে জয়ী হন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম ফুলু। এ নির্বাচনে মোট ভোটার ছিল ১৩ হাজার ৬১৬ জন। নির্বাচনে ভোট পড়েছে ৫৪ দশমিক ৮৮ ভাগ। 

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. শাহাজাদা (ঠেলাগাড়ি), সাইফুল ইসলাম ফুলু (ঘুড়ি) ও এমএ রাজ্জাক মন্ডল (লাটিম)। নির্বাচনে  শাহাজাদা ও সাইফুল ইসলাম দু’জনই সমান সংখ্যক ৩ হাজার ১৯৭ ভোট পান। এর প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা ওই ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থী’র অংশগ্রহণে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে। এদিকে গত ৯ জানুয়ারী রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের বিজয়ী মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের নাম গেজেটে প্রকাশ  করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here