• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, কারাগারে বিএনপি নেতা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় দায়ের করা মামলার আসামি উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার রংপুরের গঙ্গাচড়া আমলি আদালতের বিচারক হাসিনুর রহমান মিলন এ আদেশ দেন। ওয়াহেদুজ্জামান ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে আদালত পরিদর্শক মীর আতাহার আলী জানান, গত ৯ সেপ্টেম্বর গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গঙ্গাচড়া থানার এসআই বুলবুল আহমেদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বিএনপির ৫০ নেতা-কর্মীর নামসহ অজ্ঞাতনামা আরো দেড় থেকে দুই হাজার মানুষকে আসামি করা হয়। সেই মামলার আসামি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান।

আদালত পরিদর্শক মীর আতাহার আলী আরো জানান, তিনি এতদিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তিনি আদালতে পুনরায় জামিন নিতে আসেন। এ সময় আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

Place your advertisement here
Place your advertisement here