• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মাটির নিচে মিলল ৩৩ কেজির প্রত্নতত্ত্ব নিদর্শন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

মসজিদ পুনঃনির্মাণের জন্য খননকালে ৩৩ কেজি ওজনের তিনটি প্রত্নতত্ত্ব নিদর্শন উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে শনিবার দুপুরে রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে ৩ জন নির্মাণ শ্রমিকের কাছ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়ার পারিবারিক পায়রাবন্দ জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের জন্য খনন কাজ চলছে। গত সোমবার এ কাজের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। কাজ চলাকালীন তিনটি বস্তু পায় নির্মাণ শ্রমিকরা। রহস্যজনক কারণে বস্তুগুলোর খোঁজ পাওয়ার খবর গোপন রাখেন তারা।

শনিবার বিষয়টি প্রকাশ পেলে ওই তিনটি বস্তু উদ্ধার করে পুলিশ। সেগুলো দেখতে সেখানে ভিড় জমায় শত শত মানুষ। উদ্ধার হওয়া বস্তু তিনটির ওজন ৩৩ কেজি বলে জানিয়েছে পুলিশ।

মসজিদ কমিটির মোতয়াল্লী রাজু আহম্মেদ বলেন, কিছুদিন হলো মসজিদটি পুনঃনির্মাণের জন্য কাজ শুরু করা হয়। খননের সময় ৩ জন শ্রমিক পেয়েছিল এসব। বিষয়টি প্রকাশ হলে পুলিশ সেগুলো উদ্ধার করে। তবে প্রকৃতপক্ষে এগুলো কি তা এখনো স্পষ্ট নয় কেউ। উদ্ধার হওয়া প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো পায়রাবন্দে বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্রে রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো কি তা এখনো জানা যায়নি। আমরা সেগুলো রংপুর জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছি। উদ্ধার হওয়া ওই তিনটি বস্তুর ওজন ৩৩ কেজি বলেও জানান তিনি।

Place your advertisement here
Place your advertisement here