• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দোকানে নাস্তা আনতে গিয়ে দুইবোন নিখোঁজ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগাছায় দুইদিন ধরে নিখোঁজ রয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা চালক আলমগীর হোসেনের দুই মেয়ে।

শনিবার (৭ মে) সকাল থেকে জান্নাতুল ফেরদৌস অ্যাপোলো (১৪) ও তার ছোট বোন জান্নাতুল আফরোজার (৭) খোঁজ মিলছে না।

এ ঘটনায় রোববার (৮ মে) পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আলমগীর হোসেন।

এদিকে, একসঙ্গে দুই মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন আলমগীরসহ পরিবারের অন্য সদস্যরা।

জিডি সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের আমডারা গ্রামের আলমগীর হোসেনের দুই মেয়ে শনিবার সকাল ৮টার দিকে তার কাছ থেকে নাস্তার জন্য টাকা নিয়ে বাড়ির বাইরে যায়। দীর্ঘ সময় পরও তারা ফিরে না আসলে খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের লোকজন। বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস অ্যাপোলো স্থানীয় রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং ছোট মেয়ে জান্নাতুল আফরোজা পশ্চিমদেবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে অটোরিকশা চালক আলমগীর হোসেন বলেন, নাস্তার টাকা নিয়ে তাদের দোকানে যাওয়ার কথা ছিল। কিন্তু কোথায় গেলো ভেবে পাচ্ছি না। অনেক জায়গায় খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। জিডির সূত্র ধরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চলছে।

Place your advertisement here
Place your advertisement here