• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

শেষ মূহুর্তে রংপুরে জমে উঠেছে ঈদ বাজার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরে শেষ মূহুর্তে জমে উঠেছে ঈদ বাজার। ঢল নেমেছে ক্রেতার।  রংপুর নগরীর ছালেক মার্কেট, জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স, গোলাম মোস্তফা সুপার মার্কেট, জেলা পরিষদ সুপার মার্কেট, হাড়িপট্টি রোড, তালতলা রোড সহ বিভিন্ন মার্কেট ও শপিংমল ঘুরে দেখা যায় প্রতিটি দোকানে কেনাকাটার উৎসব মুখর পরিবেশ। অনেক ব্যবসায়ী রোজার আগে ও শুরুতেই বিভিন্ন মোকাম থেকে মালামাল কিনে দোকানে সাজিয়ে রেখেছেন। বাহারি রঙের কাপড় শোভা পাচ্ছে দোকান গুলোতে। আবার কেউ কেউ নতুন কাপড় কিনতে অবস্থান করছেন রাজধানীসহ দেশের বিভিন্ন মোকামে।

নগরীর ছালেক মার্কেটের ‘সিনথিয়া গার্মেন্টস’র মালিক সনি আহমেদ জানান, করোনার কারণে ২০২০ সালের রমজান মাসে পুরোপুরি দোকান বন্ধ ছিল। ২০২১ সালে রমজানের শেষ দিকে কিছুদিন দোকান খোলা থাকলেও আশানুরূপ ব্যবসা হয়নি। তবে এবার করোনা সংক্রমণ কমে আসায় গত দুই বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে। রোজা শুরুর আগেই তিনি দোকানে নতুন পোশাক তুলেছেন এবং আরও মোকাম থেকে পোশাক আনার কথা ভাবছেন বলে জানান এ ব্যবসায়ী।
নগরীর হাড়িপট্টি রোডের ‘জননী বস্ত্রালয়’র মালিক এনামুল হক জানান, রোজার শুরুর দিকে বেডশিট, পর্দার কাপড়, তোয়ালে সহ প্রয়োজনীয় কিছু মালামাল কিনেছেন। তিনি পাবনা ও কুষ্টিয়ার মোকাম শাড়ি,লুঙ্গি কিনে এনেছেন। এবার ব্যবসা ভালো হবে বলে তিনি আশা, করছেন।

জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সের ‘তাঁত ঘর’র মালিক ফারুক হোসেন জানান, ইতোমধ্যে বিভিন্ন ডিজাইনের শাড়ি দোকানে সাজিয়ে রেখেছেন। প্রয়োজনে আরও শাড়ি কেনার জন্য তিনি প্রস্ততি নিচ্ছেন।

নগরীর বিভিন্ন মার্কেটের মতই নিম্ন আয়ের ফুপাতের দোকান গুলোতে ভিড় জমেছে। ফুটপাতের গেঞ্জি বিক্রেতা ইসুফ আলী বলেন, এবার আমরা বিক্রি করে কুল পাচ্ছিনা। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সরোয়ার টিটু বলেন, দেশে এখন বড় ধরনের কোনো মহামারি নেই। রাজনৈতিক স্থিতিশীলতা আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষ জনক। সবদিক বিবেচনায় বিগত কয়েক বছরের তুলনায় এবার ব্যবসা ভালোই হবে বলে আশা করি।

Place your advertisement here
Place your advertisement here