• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

রংপুরে ঈদের প্রধান জামাত সাড়ে ৮টায়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২  

Find us in facebook

Find us in facebook

করোনা পরিস্থিতির দুই বছর পর সারাদেশের মতো রংপুরের ঈদগাহ মাঠগুলোতেও ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এজন্য ঈদগাহমাঠ প্রস্তুত করা হচ্ছে। জেলায় ঈদের প্রধান জামাত রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

শনিবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আবুল কালাম।

তিনি বলেন, সম্প্রতি জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে এক বৈঠক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালেক্টরেট ঈদগাহ মাঠে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লি ঈদ জামাতে অংশ নেবেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, ঈদের প্রধান জামাত কালেক্টরেট মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল ৯টায় মডেল মসজিদে জামাত হবে।

এছাড়া পশ্চিম নীলকণ্ঠ ঈদগাহ মাঠ, মুন্সিপাড়া ঈদগাহ মাঠ ও রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় এবং বড় বাড়ি ঈদগাহ মাঠ, দামোদরপুর ছোট ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


রংপুর নগরীর বাইরে জেলার বিভিন্ন ঈদগাহ মাঠে সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে ঈদের দিন রংপুর অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখছে রংপুর আবহাওয়া অফিস। এদিন রংপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ২ মে থেকে আকাশ মেঘলা থাকবে। ঈদের দিন এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, করোনা মহামারির সংকট কাটিয়ে দুই বছর পর এবার সারাদেশের মতো রংপুরেও ঈদের জামাত ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। রংপুরের প্রধান কালেক্টরেট মাঠে সাজসজ্জার কাজ চলছে। মুসল্লিরা যাতে সুষ্ঠুভাবে জামাতে নামাজ আদায় করতে পারেন সে বিষয়ে সব প্রকার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Place your advertisement here
Place your advertisement here