• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

একসঙ্গে ৪ সন্তানের জন্ম: মারা গেল ১ জন, সংকটাপন্ন ৩ জন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মার্চ ২০২২  

Find us in facebook

Find us in facebook

রমেক হাসপাতালে একসঙ্গে চার সন্তান জন্ম গ্রহণের ১৬ ঘন্টা পর ছেলে সন্তানটির মৃত্যু হয়েছে। বুধবার (২৩ মার্চ) দুপুর দেড়টার দিকে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় নবজাতকটির মৃত্যু হয়। 

এর আগে মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই ৪ সন্তান জন্ম নেয়। গৃহবধূ আদুরী বেগম আশা কুড়িগ্রাম সদরের নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের স্ত্রী।

হাসপাতাল ও ওই গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, ৮ বছর আগে মনিরুজ্জামান বাঁধনের সঙ্গে আদুরী বেগম আশার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের কোন সন্তান জন্ম হয়নি। অনেক চিকিৎসার পর অবশেষে আদুরী বেগম অন্তঃসত্ত্বা হন। আলট্রাসনোগ্রাম পরীক্ষায় দেখা যায়, তার গর্ভে ৪টি সন্তান রয়েছে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নম্বর গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি সন্তান জন্ম দেন আশা। তাদের হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেখানে থাকা অবস্থায় দুপুর দেড়টার সময় ছেলে নবজাতকটির মৃত্যু হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ডা. ফারহানা ইয়াসমিন ইভা সাংবাদিকদের জানান, আশা নামে ওই গৃহবধূ এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন।

গর্ভধারণের ৩২ সপ্তাহে চার নবজাতকের জন্ম হওয়ায় তিন কন্যাশিশুর ওজন ও গঠন ঠিক থাকলেও ছেলে নবজাতকটির ওজন ছিল মাত্র সোয়া কেজি। দুপুর দেড়টার দিকে ছেলে নবজাতকটির মৃত্যু হয়। বাকিদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তারাও আশঙ্কামুক্ত নয়।

Place your advertisement here
Place your advertisement here