• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঝরল ২ প্রাণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মার্চ ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের শঠিবাড়ী এলাকায় ভাবনা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক শঠিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মায়ের দোয়া নামে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়দরগাহ  হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Place your advertisement here
Place your advertisement here