• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রংপুরে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠান 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মার্চ ২০২২  

Find us in facebook

Find us in facebook

‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সারা দিয়ে ১৯৭১ সালে প্রাণবাজি রেখে ঝাঁপিয়ে পড়ি মহান মুক্তিযুদ্ধে। যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরিজিত করে দেশ স্বাধীন করেছি। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন জাতির জনকের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ 

শনিবার দুপুরে রংপুর সিটি করপোরেশন প্রাঙ্গণে সিটি করপোরেশন আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা একাত্তুরের রণাঙ্গণের স্মৃতি তুলে ধরে বক্তব্যে এসব কথা বলেন। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, মুক্তিযোদ্ধাদের অবদান কখনও ভোলার নয়। দেশের স্বাধীনতা যুদ্ধে তারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে পিছপা হয়নি। অকুতোভয় এসব বীরদের জাতি সব সময় মনে রাখবে। বীর মুক্তিযোদ্ধারা স্বাধীন ভূখন্ড ও পতাকা আমাদের দিয়েছে। আমাদের উচিত তাদের সাথে নিয়ে দেশটিকে সাজানো। সেইসাথে যুদ্ধকালীন সময়ে বন্ধুপ্রতীম অন্য রাষ্ট্রদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। 

রসিক প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ইলিয়াস আহমেদ, সদরুল আলম দুলু, আব্দুল আউয়াল তালুকদার, মকসুদার রহমান রঞ্জু, আব্দুস সাত্তার, আব্দুল জলীল। এছাড়াও বক্তব্য রাখেন রসিক প্রধান প্রকৌশলী আজম আলী, প্যানেল মেয়র মাহমুদার রহমান টিটুসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। পরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Place your advertisement here
Place your advertisement here