• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মিঠাপুকুরে বাসচাপায় প্রাণ গেল নার্সের   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে এক নার্স নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের স্বামী ও সন্তান।

গতকাল সোমবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হালিমা খাতুন। ২৫ বছর বয়সী হালিমা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল অপারেশন থিয়েটারে (ওটি) সিনিয়র স্টাফ নার্স ছিলেন।

স্থানীয়রা জানায়, মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ থেকে স্বামীর মোটরসাইকেলে চার বছরের মেয়েকে নিয়ে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন হালিমা। এ সময় রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা তেল পাম্প এলাকায় ইউটার্ন অবস্থায় মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি। পরে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগামীর একটি নাইট কোচ চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনায় হালিমার স্বামী মিজানুর রহমান ও শিশুসন্তান আহত হন। মিজানুর বৈরাগীগঞ্জে বেসরকারি সংস্থা উদ্দীপনের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত। হালিমার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার দেওতি হাউদারপার গ্রামে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং নেতা ফোরকান আলী জানান, হালিমা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০২০ সালে চাকরিতে যোগদান করেছেন।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। আহত দুজনকে হাসপাতালে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here