• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঘন কুয়াশা : অটোচালক লাশ হলেন ট্রাকের ধাক্কায়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

ঘন কুয়াশার কারণে রংপুরের কাউনিয়ায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তুরাগ মিয়া (১৬) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন সদ্য এইচএসসি পরীক্ষার্থীসহ দুজন।

সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) সালাম মিয়া। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রংপুর-হারাগাছ সড়কের উপজেলার সারাই ইউনিয়নের সারংগপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোচালক তুরাগ মিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার কলেজমাঠ বানুপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তুরাগ তার অটোরিকশায় দুজন যাত্রী নিয়ে হারাগাছ থেকে রংপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে সারংগপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ তিনজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে অটোচালক তুরাগের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হারাগাছ পৌর এলাকার দালালহাট নতুন বাজার এলাকার শিপন মিয়ার মেয়ে এইচএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তার (১৬) ও দালালহাট স্কুলপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে রিজু মিয়া (৪৫) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) সালাম মিয়া বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু হয়েছে। আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

Place your advertisement here
Place your advertisement here