• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের পাশে আরডিআরএস

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

সাম্প্রদায়িক দুর্বৃত্তদের সন্ত্রাসি হামলায় ক্ষতিগ্রস্ত রংপুরের পীরগঞ্জের হিন্দু পরিবারগুলোর পাশে দাঁড়ালো বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ।

উত্তরাঞ্চলের বৃহত্তর উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক তপন কুমার কর্মকারের নির্দেশে একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) উপজেলার রামনাথপুর ইউনিয়নের উত্তর করিমপুর কসবা মাঝিপাড়া গ্রামের হিন্দুপল্লীতে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনের ভিত্তিতে সংস্থার পক্ষ থেকে নির্বাচিত, ভীষণ ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারে মাঝে স্থানীয় প্রশাসনের সহায়তায় ৩ লাখ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে আরডিআরএস-এর হেড অব মাইক্রোএন্টারপ্রাইজ রবিন চন্দ্র মন্ডলের নেতৃত্বে সংস্থার প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বুধবার (২০ অক্টোবর) 'বিদ্যানন্দ ফাউন্ডেশন' এর পক্ষ থেকে ৩১ লক্ষ টাকা এবং বাসন কোসন বিতরণ করা হয়েছে। ওই ফাউন্ডেশন হামলায় ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারের মাঝে সহায়তা প্রদান করে।সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারের ৫ টি পরিবারের কর্তা সরেষ চন্দ্র দাস, আমল চন্দ্র, অভায় পদ, নিখিল চন্দ্র, দেবেন্দ্র চন্দ্রকে নগদ ২ লক্ষ করে ১০ লক্ষ টাকা এবং ২১ টি পরিবারের কর্তা নরেশ চন্দ্র, ক্ষুধা চন্দ্র, মিঠু চন্দ্র, পুষ্প রাণী, ভুট্টু রাণী, অজয় চন্দ্র বাবু, শ্রীমতি সূর্য্য রাণী, ভবেশ চন্দ্র, শুভল চন্দ্র, শ্যামল চন্দ্র, সুবর্ন চন্দ্র, উপিন চন্দ্র, ননী গোলাপ, রমেন সরকার, মনোরঞ্জন চন্দ্র, সঞ্জয় চন্দ্র, অর্জুন দাস, প্রদীপ সরকার, স্বপন চন্দ্র, তপন চন্দ্র, সন্তোষ চন্দ্রকে নগদ ১ লক্ষ করে ২১ লক্ষ টাকা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

পাশাপাশি রান্নার সামগ্রী হিসেবে হাঁড়ি, পাতিল, প্লেট, গøাস, জগও দেয়া হয়েছে।এ সময় ওই অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, কৃষক লীগ নেতা আতাউর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here