• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

রংপুর নগরীতে সড়কের পাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুর সিটি করপোরেশনের নিউ ইঞ্জিনিয়ার পাড়ায় সড়কের পাশের গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানের সময় নিউ ইঞ্জিনিয়ার পাড়ার ওই রাস্তাটির দু’পাশ দখল করে গড়ে উঠা বাড়িঘর ও দেয়াল ভেঙে দেয়া হয়।

বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরুজুল কবির এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরুজুল ইসলাম বলেন, নিউ ইঞ্জিনিয়ার পাড়ার সড়কটি সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ করা হবে। কিন্তু দখল হওয়ার কারণে তা সম্ভব হচ্ছিল না। এ কারণেই অভিযান। রংপুর মহানগরীকে মেয়র একটি তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে চান। তিনি আরো বলেন, সরকারি যেকোনো সম্পদ অবৈধ দখল থাকলে তা উচ্ছেদ করা হবে।

Place your advertisement here
Place your advertisement here