• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মেয়ের আকিকা অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল বাবার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

একমাত্র মেয়ের আকিকা (নামকরণ) অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় অশোক কুমার সরকার নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে।সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অশোক কুমারের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়। তিনি রংপুরের একটি ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটের প্রভাষক।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মেয়ের আকিকা উপলক্ষে মোটরসাইকেলে রংপুর থেকে দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন অশোক কুমার।

রংপুর-বদরগঞ্জ সড়কের বোর্ডঘর এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা রংপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের একটি অংশে মোটরসাইকেলের হেলমেট আটকে গেলে ট্রাকচালক অন্তত ২০০ মিটার টেনে নিয়ে যায় মোটরসাইকেলটিকে।

এতে মারাত্মকভাবে আহত হন অশোক কুমার। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

বদরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বেগ বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলে আরোহীর শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি। ট্রাক ও মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here