• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মিঠাপুকুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত ৪ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ আগস্ট ২০২১  

Find us in facebook

Find us in facebook

মিঠাপুকুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা চালিয়েছে বখাটেরা। এতে স্কুলছাত্রীর চাচি ও চাচাতো ভাইসহ ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ওই ছাত্রীর চাচি রিনা বেগম। সোমবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের খাঁপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, খাঁপুর গ্রামের দিনমজুর শাহ আলমের মেয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ে। মেয়েটিকে পার্শ্ববর্তী  রানীপুকুর ইউনিয়নের ভক্তিপুর হাটখোলা এলাকার আনিছুরের ছেলে রিদয় দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। সম্প্রতি সে বিষয়টি পরিবারের কাছে জানায়। ঘটনাটি জানার পর স্কুলছাত্রীর চাচাতো ভাই রিয়াজ বখাটে রিদয়কে উত্ত্যক্ত করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রিয়াজকে হুমকি দেয় রিদয়। বৃহস্পতিবার রাতে রিদয় দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে রিয়াজের বাড়িতে হামলা চালায়। তাদের হামলায় রিয়াজ, তার ভাই ইসমাইল, বাবা শামসুল, মা রিনা বেগম আহত হয়েছেন। এ ঘটনায় স্কুলছাত্রীর চাচি রিনা বেগম মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। পায়রাবন্দ ইউনিয়নের বিট পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, অভিযোগ তদন্তের জন্য পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Place your advertisement here
Place your advertisement here