• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

করোনায় খাদ্য সহায়তা পেল রংপুরের ৩০০ দুস্থ পরিবার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মে ২০২১  

Find us in facebook

Find us in facebook

করোনার এই ক্রান্তিকালে রংপুরের বদরগঞ্জের ৩০০ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে বেসরকারি সংস্থা সেলফ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এসডিআই)-এর তরফ থেকে খাদ্যসামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়েছে। রবিবার (২ মে) দুপুরে পৌরশহরের ডাকবাংলো চত্বরে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, মশুর ডাল ২ কেজি, পেঁয়াজ ২ কেজি, রসুন ৫০০ গ্রাম, আলু ২ কেজি, খেজুর ১ কেজি, চিনি এক কেজি, ছোলাবুট ২ কেজি এবং ১ কেজি লবণ।

এ সময় উপস্থিত ছিলেন এসডিআইয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) সাব্বির আহমেদ। এছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম খান, শফিকুল ইসলাম, জিয়াউর রহমান ও পলাশ সরকার প্রমুখ। 

খাদ্যসহায়তা পেয়ে পৌরশহরের জামুবাড়ী এলাকার ইছা মিয়া বলেন, বাহে এই দুর্দিনে উপহার হিসেবে এতগুলা মালামাল পায়া (পেয়ে) খুব উপকার হইবে। 

শাহপুর এলাকার জোহরা বেগম বলেন, এসময় কায় (কে) কাকে সাহায্য করে। বাড়িত যায়া ডাকে নিয়া হামাক একটা করি স্লিপ দেচে।

খাদ্যসামগ্রী বিতরণের আগে মোবাইল ফোনে এসডিআইয়ের নির্বাহী পরিচালক খোরশেদ আলম বলেন, সারা দেশেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা সহায়তা প্রদানে কাজ করছি। এর ধারাবাহিকতায় রমজান উপলক্ষে ৩০০ পরিবারে খাদ্যসামগ্রী সহায়তা হিসেবে প্রদান করা হয়। এছাড়াও রংপুরের বদরগঞ্জ উপজেলায় ২০টি মসজিদের ওজুখানা, প্রতিটিতে তিনটি করে ওয়াশরুম নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। 

Place your advertisement here
Place your advertisement here