• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

বদরগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে বাঁশশিল্প   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১  

Find us in facebook

Find us in facebook

সভ্যতার শুরু থেকে মানুষের দৈনন্দিন জীবনের নানারকম চাহিদা পূরণ করে আসছে বাঁশ। গ্রামগঞ্জে বাঁশ দিয়ে তৈরী হয় মানুষের নিত্যনৈমত্তিক জীবনের নানারকম উপকরণ। নানা প্রতিকূলতায় বদরগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে  বাঁশশিল্প।

রামচন্দ্রপুর গ্রামের মন্টু চন্দ্র (৮২) জানান, গ্রামে আগের মতো আর বাঁশ পাওয়া যায় না। দূর থেকে বেশি দামে বাঁশ সংগ্রহ করতে হয়। তাছাড়া এসব জিনিসের কদর কমে গেছে। এজন্য অনেকেই পূর্বপুরুষের এই পেশা ছেড়ে দিচ্ছেন।

গোপালপুর ইউপি চেয়ারম্যান আজিজার রহমান জানান, মাঝেমধ্যে তাদের ইউনিয়ন পরিষদ থেকে সাহায্য-সহযোগিতা করা হয়, তবে তা যথেষ্ট নয়।

বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট জানান, ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পেলে এই শিল্পের সঙ্গে জড়িতদের উপকার হতো।

Place your advertisement here
Place your advertisement here