• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

হারভেস্টার মেশিন ব্যবহারে উৎসাহ বাড়ছে কৃষকদের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ধান ও গম মাড়াইয়ের কাজে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমে গম কাটাই-মাড়াই কাজে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার করতে দেখা গেছে। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তারাগঞ্জ উপজেলায় গম চাষে ৪২০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কৃষি বিভাগের প্রচেষ্টায় এবার অনেক চাষি তামাকের পরিবর্তে এবার তাদের জমিতে গম চাষ করায় চলতি মৌসুমে তারাগঞ্জ উপজেলায় ৪৩০ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। গত মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল ৪২০ হেক্টর। এর পরিবর্তে চাষ হয়েছিল ৩৯০ হেক্টর। এর আগের বছর লক্ষ্যমাত্রা ছিল ৩৭৪ হেক্টর কিন্তু গম চাষ হয়েছিল ২২৫ হেক্টর। 

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাষিরা গম কাটাই-মাড়াইয়ের কাজে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার করছে। গম চাষিরা জানান, তারা কম্বাইন্ড হারভেস্টার মেশিন ভাড়ায় নিয়ে এসে গম কাটাই-মাড়াইয়ের কাজ করছেন। 

তারাগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, নিজেদের উদ্যোগে এখানকার গম চাষিরা কম্বাইন্ড হারভেস্টার মেশিন ভাড়ায় নিয়ে এসে গম কাটাই-মাড়াই করছেন। তারা প্রতি বিঘা জমি কাটাই-মাড়াইয়ের জন্য তিন হাজার টাকা ভাড়া হিসেবে মেশিনটি নিয়ে এসেছেন। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ধীবা রানী বলেন, কৃষকরা এখন অনেকটাই সচেতন। তাই যাদের সামর্থ্য আছে এসব মেশিন ক্রয় করে নিচ্ছেন। আর যাদের সামর্থ্য নেই তারা মেশিন ভাড়ায় নিয়ে এসে যন্ত্রের সাহায্যে এসব কাজ করছেন। 

উপজেলা কৃষি অফিসার উর্মি তাবাসসুম বলেন, সরকার কৃষিকে বাণিজ্যিক রূপে রূপান্তরিত করার লক্ষ্যে খামার যান্ত্রিকীকরণের উদ্যোগ নিয়েছে। তারই প্রেক্ষিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ে সরকার কৃষকদের ভর্তুকি দিয়ে যাচ্ছে। এরফলে কৃষকরা এখন যন্ত্রের সাহায্যে কৃষি কাজ করতে আগ্রহী হয়ে উঠছেন।

Place your advertisement here
Place your advertisement here