• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

তারাগঞ্জে সূর্যমুখীর চাষ বেড়েছে 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১  

Find us in facebook

Find us in facebook

তারাগঞ্জে সূর্যমুখীর চাষ বেড়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত বছর প্রথম পর্যায়ে উপজেলায় মাত্র সাত হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছিল। চলতি বছর তা প্রায় তিন গুণ বেড়ে ২০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে।

উপজেলার ইকরচালি ইউনিয়নের সূর্যমুখী চাষি রফিকুল ইসলাম বলেন, কম খরচে অধিক লাভজনক হওয়ায় সূর্যমুখী চাষ করছি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম বলেন, গত বছরের তুলনায় এবারে তারাগঞ্জ উপজেলায় সূর্যমুখীর চাষ তিন গুণ বেড়েছে। সূর্যমুখী চাষে কৃষকদের উত্সাহ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ চাষ আরো বাড়বে বলে আমরা আশাবাদী।

সংশ্লিষ্টরা বলেন, কম খরচে অধিক লাভজনক হওয়ায় সূর্যমুখী চাষ করা খুবই লাভজনক হয়ে উঠেছে। সরকারী কর্মকর্তাদের পরামর্শে এ অঞ্চলের কৃষকরা সূর্যমুখী চাষ করে ক্রমেই লাভজনক হয়ে উঠছে। 

Place your advertisement here
Place your advertisement here