• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

রাজশাহির সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ জনের বাড়ি রংপুরের পীরগঞ্জে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মার্চ ২০২১  

Find us in facebook

Find us in facebook

রাজশাহির কাটাখালি কাপাশিয়া এলাকায় যাত্রীবাহি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭ জন রংপুরের পীরগঞ্জের বাসিন্দা। শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যায় ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র।

নিহত ১৭ জনের মধ্যে ১৬ জনই ৪টি পরিবারের সদস্য। শুক্রবার সকালে নিহতরা পীরগঞ্জ  উপজেলা সদর থেকে মাইক্রোবাসে করে রাজশাহীতে পিকনিকে যাচ্ছিলেন।

এদিকে নিহতের খবর ছড়িয়ে পড়লে পুরো পীরগঞ্জ উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।

এদের মধ্যে নিহত হন ১ নম্বর চৈত্রকোল ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের একই পরিবারের পাঁচজন এবং ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের বড় মহাজিদপুর গ্রামের একই পরিবারের পাঁচজনসহ ছয়জন, ৮ নম্বর রায়পুর ইউনিয়নের দ্বাড়িকাপাড়া গ্রামের একই পরিবারের তিনজন ও পৌর এলাকার প্রজাপাড়ার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, পীরগঞ্জ উপজেলার দারিকা পাড়া গ্রামের মোখলেছার রহমান, তার স্ত্রী পারভীন বেগম ও ছেলে পাভেল। প্রজাপাড়া গ্রামের তাজুল ইসলাম ভূট্টু, তার স্ত্রী মুক্তা বেগম ও ছেলে ইয়ামিন। বড় মজিদপুর গ্রামের ফুল মিয়া, তার স্ত্রী নাজমা বেগম, দুই মেয়ে সুমাইয়া (৭) ও সাজিদ (৩)। রাজারামপুর গ্রামের সালাহ উদ্দিন, তার স্ত্রী শামসুন্নাহার বেগম, ছেলে সজিব, মেয়ে সাবা ও শ্যালিকা কামরুন্নাহার বেগম । দরাকুঠি গ্রামের শহিদুল ইসলাম এবং মাইক্রোবাসের ড্রাইভার পচা চন্দ্র।

এলাকাবাসি ও পুলিশ জানায়, কয়েকদিন আগে পীরগঞ্জের ব্যবসায়ী রফিকুল ইসলাম ১৪সিটের একটি মাইক্রোবাস কিনে আনেন। শুক্রবার সকালে ৪টি পরিবারের সদস্যসহ ১৭ জন ওই মাইক্রোবাস ভাড়া করে রাজশাহীর পদ্মার পাড়ে পিকনিক করতে যাচ্ছিলেন। কাটাখালি কাপাশিয়া এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রেবাসটি দুমড়ে মুচড়ে আগুন ধরে যায়। এতে ১৭ জনই নিহত হন।

এদিকে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, রাজশাহী থেকে তাকে ম্যাসেজের মাধ্যমে দুর্ঘটনার খবরটি জানানো হয়। নিহতদের স্বজনরা দুটি গাড়িতে করে ঘটনাস্থলে গেছে। তারা নিহত ১৭ জনের মরদেহ নিয়ে রাতের মধ্যে ফেরার কথা রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here