• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

হারাগাছ পৌর নির্বাচন: মেয়র পদে লড়াইয়ে ছাত্র-শিক্ষক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

দেশে পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়াইয়ে নেমেছেন শিক্ষক ও ছাত্র। মেয়র পদে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাকিবুর রহমান মাস্টার এবং তারই ছাত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এরশাদুল হক এরশাদ স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন। এতে দলীয় পরিচয়ের বাইরেও এখানে চলছে মর্যাদার লড়াই।

আগামী ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া এই পৌর নির্বাচনে বিএনপির মোনায়েম ফারুক ও ইসলামী আন্দোলন থেকে জাহিদ হোসেন। তবে সাংগঠনিক দুর্বলতার কারণে এই পৌর সভায় প্রার্থী দিতে পারেনি জাতীয় পার্টি।

জানা যায়, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী হাকিবুর রহমান পেশায় শিক্ষক ছিলেন। অপরদিকে মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এরশাদুল তার ছাত্র ছিলেন। তবে পৌরসভায় চারজনই ক্ষমতাবান হওয়ায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ। শেষ মুহূর্তের প্রচারণায়ও মাঠ দখলে রাখতে চাইছেন এ চার নেতা।

ভোটাররা বলছেন, যিনি যোগ্য প্রার্থী এবং এলাকার উন্নয়ন করবেন তাকেই ভোট দেবেন তারা।

আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান মেয়র হাকিবুর রহমান মাস্টার বলেন, হারাগাছ পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছি। এই পৌরসভার উন্নয়ন অব্যাহত রাখতেই জনগণ নৌকা মার্কায় ভোট দেবেন। আমি এই হারাগাছ এলাকার দীর্ঘদিন শিক্ষক ছিলাম। মেয়র পদে আমার সঙ্গে যে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছে সে আমার ছাত্র।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এরশাদুল বলেন, এই পৌরসভার সাধারন মানুষ আমাকে চায়।তাই তাদের জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি।

বিএনপির প্রার্থী ফারুক বলেন, এখানে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে। কোনো দলীয় প্রভাব না খাটালে শতভাগ নিশ্চিত যে, জয় বিএনপি প্রার্থীরই হবে।

প্রসঙ্গত,আগামী ২৮ ফেব্রুয়ারী হারাগাছ পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে।পৌরসভার ৯টি ওয়ার্ডের ২০টি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দিবেন ভোটাররা। এ পৌরসভায় মোট ভোটার ৪৯ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ২৫ হাজার ৩২৪ এবং পুরুষ ভোটার ২৩ হাজার ৬৯৩ জন ।এ নির্বাচনে ৪ মেয়র প্রার্থী ছাড়াও কাউন্সিলর পদে ৪৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Place your advertisement here
Place your advertisement here