• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের যুক্তরাজ্য শাখার কমিটি ঘোষণা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের যুক্তরাজ্য শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) কাজী ওমর ফেরদৌস (শ্রাবণ) কে সভাপতি এবং কানিজ ফারাহ আহমেদকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। 

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. নাজিম এবং সাধারণ সম্পাদক নোমান হোসাইন তালুকদার স্বাক্ষরিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রে জানাতে বলা হয়।

উক্ত কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে রোকন উদ্দীন ভূইয়াকে, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মোস্তফা সফল ও রাতুল রহমান, সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রিন্স খন্দকার ও আদিব হাসান। 

কানিজ ফারাহ আহমেদ নীলফামারী পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) কেন্দ্রীয় সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের কন্যা। তিনি বর্তমানে যুক্তরাজ্য বিপিপি ইউনিভার্সিটি ল স্কুল লিডস’এ “বার এন্ড ল” পড়ছেন।  

উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ। প্রতিষ্ঠার পর দেশের বাইরে সংগঠনের এটিই প্রথম কমিটি। 

Place your advertisement here
Place your advertisement here