• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

মাথা ন্যাড়া হলেই কি ঘন চুল গজায়?

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

জন্মের পরপর শিশুর মাথা ন্যাড়া করে দিলে ভালোমতো চুল গজায় এই ধারণায় অনেকের আস্থা দেখা যায়। কেউ কেউ তো বলেন ১৮ মাসেই মাথাটা কামিয়ে দিলে ভালো। হিন্দুশাস্ত্রে মাথা মুণ্ডন বলে একটি কথা আছে। মাথা ন্যাড়া করলে যে চুল উঠবে তা হবে স্বাস্থ্যোজ্জ্বল এবং ঘন। অন্তত এমনটাই তো অনেকের ধারণা। সত্যিই কি তাই?

চুল ফেলে দিলেই যে চুল ঘন হবে, তেমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। চুল গজায় ফলিক্‌ল থেকে। তা মাথার তালুর কয়েক মিলিমিটার নিচে থাকে। মাথার চুল কামানোয় ফলিক্‌লে কোনোভাবেই প্রভাব পড়ে না। ত্বকের বাইরে যে অংশটি থাকে, সেটাই শুধু কামানো হয়। ফলে ন্যাড়া হওয়ার পরে চুলের ঘনত্বে কোনো বদল আসে না।

তবে চুল ফেলে দেওয়ার কি একেবারেই কোনো সুবিধা নেই, বিষয়টা তাও না। এর দুটি সুবিধা আছে। প্রথমত, যাদের চুলের গোড়া দুর্বল, তাদের চুল বেশি লম্বা হয়ে গেলে বেশি মাত্রায় পরে যায়। চুল ফেলে দিলে তার পরিমাণ কমে।

আর দ্বিতীয়ত, মাথার ত্বকে অনেক সময়ে ছত্রাক বা নানা ব্যাক্টেরিয়া সংক্রমণ ঘটায়, তার ফলে চুল পড়ে যায়। চুল ফেলে দিলে সেই সংক্রমণের হার কমে।

তার মানে ন্যাড়া হলে চুল ঘন হবে, এই ধারণা ভুল। কিন্তু ন্যাড়া হলে চুল পড়ার হার কমবে অনেকের বেলায় এ কথা সত্যি।

Place your advertisement here
Place your advertisement here