• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

প্রকৃত বন্ধুর থাকে এই পাঁচ লক্ষণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ আগস্ট ২০২২  

Find us in facebook

Find us in facebook

বন্ধুত্ব মানে বিশ্বাসে মোড়ানো এক সম্পর্ক। যা সবসময়ই আলাদা। একজন মানুষের ভালো থাকার জন্য কিছু ভালো বন্ধুই যথেষ্ট। তাই বন্ধুত্বের ওপর আর কিছু নেই। রক্তের কেউ না হয়েও যেন তার থেকে অধিক। প্রকৃত বন্ধুত্বে পাঁচটি লক্ষণ থাকে।

>> আপনার সফলতা কিংবা কোনো অর্জনে কোন বন্ধু যদি হিংসা না করে খুশি হয়, তাহলে বুঝবেন আপনি অনেক ভাগ্যবান। প্রকৃত বন্ধু পেয়েছেন আপনি। এমন বন্ধু সবাই পায় না।

>>কর্মব্যস্ততাপূর্ণ জীবনে সবাই অনেক ব্যস্ত থাকে। কিন্তু আপনার প্রয়োজনে বন্ধুটি যদি আপনার সঙ্গে দেখা করতে চায় কিংবা পাশে থাকে তাহলে বুঝবেন সেই আপনার প্রকৃত বন্ধু।

>>গুরুত্বপূর্ণ কোনো কথা যদি না হয় কিংবা বিরক্তিকর কোনো কিছুও যদি হয় প্রকৃত বন্ধু তা মনোযোগ দিয়ে শুনবে। আর বিষয়টি যদি সিরিয়াস হয় তাহলে যেকোনো মূল্যে আপনাকে সাপোর্ট দেবে।

>> আপনার বন্ধুটি অন্য সবার কাছে যেমনই হোক না কেন সে আপনার জন্য উদার কিনা সেটা ভাবুন। ভালো বন্ধু হতে গেলে কখনো কোনো বিষয়ে কৃপণ হওয়া গ্রহণযোগ্য হতে পারে না। বন্ধুর প্রতি উদার না হলে তাকে প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করা কষ্টকর। কারণ এতে বন্ধুত্বের ভেতর খাঁদের সৃষ্টি হয়।

>> বন্ধুত্ব মূলত মানসিক মিলের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। দুজনের মানসিকতার মিল না থাকলে সে প্রকৃত বন্ধু হবার ক্ষেত্রে প্রায় অসম্ভব হয়ে ওঠে। 

Place your advertisement here
Place your advertisement here