• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দাম বেশি, ঘরেই তৈরি করে নিন গ্লো সিরাম

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জুন ২০২১  

Find us in facebook

Find us in facebook

ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে ত্বকের দাগ ও নিস্তেজভাব দূর করতে দিন দিন জনপ্রিয় হচ্ছে নানা গ্লো সিরাম।  ত্বক উজ্জ্বল করতে গ্লো সিরাম খুব ভালো কাজ করে।
 
বাজারে ভালো মানের যেসব গ্লো সিরাম পাওয়া যায় সেগুলো অনেক দামি। অনেকেই বেশি দামের জন্য সিরাম ব্যবহারে উৎসাহ পান না। যারা দামের কথা ভেবে সিরাম ব্যবহার করছেন না। তাদের জন্য সহজ উপায় হতে পারে নিজে তৈরি করে নেওয়া।  
জেনে নিন সিরাম কীভাবে ঘরে তৈরি করবেন
 
উপাদান
লেবুর রস – ১ টেবিল চাচম
গ্লিসারিন – আধা চা চামচ
অলিভ অয়েল –আধা চা চামচ
অ্যালোভেরা জেল – দেড় চা চামচ
ভিটামিন ই ক্যাপসুল – ১ টা
গোলাপজল – আধা চা চামচ।

যেভাবে করবেন 
সব উপকরণ একটি পাত্রে খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিন। মেশানোর পর দেখতে সিরামের মতোই হবে। প্রতিদিন রাতে মুখ ভালো করে ফেইসওয়াশ দিয়ে পরিষ্কার করে অল্প করে এই গ্লো সিরাম হাতে নিয়ে লাগাতে হবে। সিরামটি এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করুন। এরপর আবার তৈরি করে নিন। সব ধরনের ত্বকের জন্যই এই সিরাম ব্যবহার করতে পারেন।  

Place your advertisement here
Place your advertisement here