• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৪ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

সরে দাঁড়াচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ক্ষমতাসীন দলের নেতা হিসেবে আর থাকছেন না জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেপ্টেম্বরে পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। আগামী মাসের দলীয় নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা হিসাবে পুনরায় নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (১৪ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। কিশিদার পদত্যাগের মাধ্যমে শেষ হবে তার তিন বছরের শাসনকাল যেখানে মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক কেলেঙ্কারির কারণে সমালোচিত হয়েছেন তিনি।

জাপানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নেতা হিসেবে আর নির্বাচনে দাঁড়াবেন না তিনি। বিভিন্ন কারণে তার প্রতি সমর্থন কমেছে ব্যাপকভাবে।

বুধবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে কিশিদা বলেন, এলডিপির নেতৃত্বে একজন নতুন মুখের জন্য সময় এসেছে এবং তিনি তাদের নেতৃত্বকে পুরোপুরি সমর্থন করবেন।

কোভিড মহামারির সময়ে জাপানের নেতৃত্বে ছিলেন ফুমিও কিশিদা। বড় আকারের আর্থিক প্রণোদনার মাধ্যমে মহামারির সময় দেশ সামলিয়েছেন তিনি। জাপানের কেন্দ্রীয় ব্যাংকের (বিওজে) প্রধান হিসেবে তিনি কাজুও উয়েদাকে নিয়োগ দেন। এরপর গত জুলাই অপ্রত্যাশিতভাবে সুদের হার বাড়িয়েছে বিওজে। এতে অস্থিতিশীল হয়েছে স্টক মার্কেট এবং ইয়েনের দর অনেকটাই কমেছে।

Place your advertisement here
Place your advertisement here