• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিশ্ববিদ্যালয়ে মেয়েদের নিষেধাজ্ঞার ব্যাখ্যা জানাল তালেবান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

বিশ্ববিদ্যালয়ে মেয়েদের নিষেধাজ্ঞার ব্যাখ্যা জানাল তালেবান                    
মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটো ও তাদের মদদপুষ্ট সরকার পতনের পর আফগানিস্তানের দায়িত্ব নেয় তালেবান। দায়িত্ব গ্রহণের পর অর্থনৈতিক অভাবের কারণে নারীদের চাকরি ও উচ্চ পর্যায়ে শিক্ষার ব্যাপারে কঠোরতা অবলম্বন করে সংগঠনটি। এবার বিশ্ববিদ্যালয়ে মেয়েদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। একইসঙ্গে এ নিষেধাজ্ঞা দেওয়ার কারণ ব্যাখ্যা করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন দলটি।

বৃহস্পতিবার তালেবানের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী জানান, নারী শিক্ষার্থীরা যথোপযুক্ত ড্রেস কোডের বিধান মানছেন না। এ কারণে তাদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

তালেবানের উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম বলেন, ইসলামিক বিধিনিষেধ অবজ্ঞা করেছে নারী শিক্ষার্থীরা। তারা ‘সঠিক পোশাক’ পরিধান এবং ভ্রমণের সময় স্বজনদের সঙ্গে রাখার বিধান মানেনি।

তালেবানের এ মন্ত্রী বলেন, দুঃখজনকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা শিক্ষার্থীরা মানছে না। তারা এমনভাবে পোশাক পরছে যেন বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে। বাড়ি থেকে বের হওয়ার সময় হিজাবের বিধান মানছে না তারা।

বিজ্ঞানের কিছু বিষয়, প্রকৌশল, কৃষি; নারীদের সম্মান এবং আফগানিস্তানের সংস্কৃতির সঙ্গে যায় না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, তালেবানের বিশ্ববিদ্যালয়ে নারীদের শিক্ষায় নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তে জি-সেভেন, যুক্তরাষ্ট্রসহ সৌদি আরব ও তুরস্ক নিন্দা জানিয়েছে।

Place your advertisement here
Place your advertisement here