• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্রক্সি’ যুদ্ধের অভিযোগ রাশিয়ার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্রক্সি’ যুদ্ধের অভিযোগ রাশিয়ার                       
যুক্তরাষ্ট্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঐতিহাসিক সফরে নাখোশ হয়েছে রাশিয়া। সফরে ইউক্রেনের সামরিক সহায়তা বাড়াতে আরো অর্থ দেওয়ার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ অর্থ ও অস্ত্র সহায়তাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধের অভিযোগ এনেছে ক্রেমলিন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার ওয়াশিংটনে ঝটিকা সফরে নায়োকোচিত সংবর্ধনা উপভোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে আরো ১.৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র সরঞ্জাম দেওয়ার অঙ্গীকার করেন। এর মধ্যে রয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন প্যাটরোইট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সবশেষ সামরিক সরঞ্জাম সহায়তা ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারবে না। এ অস্ত্র দিয়েও ৩০০ দিনের বেশি যুদ্ধ চলতে পারবে।

আল-জাজিরা বলছে, ২০২২ সালের ২৪ ফ্রেবুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ভূমিতে সবচেয়ে বড় যুদ্ধ হিসেবে অভিহিত করা হচ্ছে। সেই আগ্রাসন থেকে ইউক্রেনকে এখন পর্যন্ত ৫০ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা করেছে যুক্তরাষ্ট্র।

পেসকভ মস্কোর আক্রমণের ব্যাপারে বলছেন, এ সামরিক সহায়তা যুদ্ধের সমাপ্তির জন্য সহায়ক হবে না। এতে হিতে বিপরীত হবে। এ সহায়তা রাশিয়া ফেডারেশনের লক্ষ্য অর্জনের জন্য চালানো বিশেষ সামরিক অভিযান রুখতে পারবে না।

Place your advertisement here
Place your advertisement here