• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

চীন-রাশিয়ার ব্লকে আনুষ্ঠানিকভাবে যোগ দিল ইরান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

ইরান মধ্য এশিয়ার নিরাপত্তা সংস্থা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) এর স্থায়ী সদস্য হওয়ার জন্য একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। দেশটি এর মাধ্যমে চীন-রাশিয়ার ব্লকে আনুষ্ঠানিকভাবে যোগ দিল।

গতকাল বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। হোসেইন আমিরাবদুল্লাহিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এসসিও’র পূর্ণ সদস্যের জন্য নথিতে স্বাক্ষর করেছে ইরান। এর মাধ্যমে ইরান বিভিন্ন অর্থনৈতিক, বাণিজ্যিক, ট্রানজিট ও জ্বালানি সহযোগিতার নতুন পর্বে প্রবেশ করেছে।

এমন সময় দেশটি এ তথ্য প্রকাশ করল, যখন এসসিও’র শীর্ষ সম্মেলনের যোগ দিতে চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের নেতারা যাচ্ছেন সমরকন্দে।

মূলত মধ্য এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব করতেই চীন এবং রাশিয়ার নেতৃত্বে এসসিও গঠন করা হয়েছিল। বর্তমানে সংস্থাটির পর্যবেক্ষক দেশ হিসেবে রয়েছে- আফগানিস্তান, বেলারুশ এবং মঙ্গোলিয়া।

দ্রুত সম্প্রসারিত এসসিও’তে যোগ দেওয়ার জন্য ইরানের আবেদন মঞ্জুর করা হয়েছিল গত বছর।

Place your advertisement here
Place your advertisement here