• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

৬ হাজার বর্গ কিলোমিটার এলাকা থেকে রুশ সেনাদের তাড়াল কিয়েভ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

ইউক্রেনে রাশিয়ার দখলকৃত ছয় হাজার বর্গ কিলোমিটার এলাকা থেকে রুশ সেনাদের তাড়ানোর দাবি করছে কিয়েভ। ইউক্রেনের সেনাবাহিনীর পাল্টা আক্রমণে এসব এলাকা পুনরুদ্ধারের দাবি করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি, পূর্ব ও দক্ষিণে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পাল্টা আক্রমণে রাশিয়ার কাছ থেকে ছয় হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড পুনরুদ্ধার করা হয়েছে।

সম্প্রতি খারকিভ অঞ্চলে গুরুত্বপূর্ণ শহর ইজিউম থেকে সেনা প্রত্যাহারের কথা স্বীকার করেছে রাশিয়া। অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন, এটি যুদ্ধের একটি সম্ভাব্য যুগান্তকারী মোড়।

ইজিউম থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি রাশিয়া নিজেদের বাহিনীর পুনরায় সংগঠিত হওয়ার পদক্ষেপ হিসেবে দাবি করেছে। পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলে সামরিক মনোযোগ সন্নিবেশিত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এ দাবিকে খোদ রাশিয়ার অনেকেই প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করছেন।

সোমবার শেষ রাতে প্রকাশ হওয়া ভিডিওতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, সেপ্টেম্বরের শুরু থেকে আজ পর্যন্ত ইউক্রেনের যোদ্ধারা ৬ হাজার বর্গ কিলোমিটারের বেশি ভূখণ্ড পুনরুদ্ধার করেছে। আমাদের সেনাদের অগ্রগতি চলমান রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here