• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

এবার চীন সীমান্তে সামরিক মহড়া চালাতে যাচ্ছে ভারত-যুক্তরাষ্ট্র

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ আগস্ট ২০২২  

Find us in facebook

Find us in facebook

মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টিটিভসের স্পিকার ন্যান্সি পোলোসির তাইওয়ান সফর ঘিরে ভূখণ্ডটির চারদিকে চারদিন সামরিক মহড়া চালিয়েছে চীন। এবার চীনের সীমান্তের কাছে ভারতের সঙ্গে মিলে মহড়া চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।– খবর সিএনএনর।

সংবাদমাধ্যমটির একটি প্রতিবেদনে বলা হয়, চীন থেকে ২০০ কিলোমিটার দূরে দক্ষিণ এশিয়ার বিতর্কিত সীমান্ডে সামরিক মহড়া করতে যাচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্র।
 
ভারতের সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, আগামী সেপ্টেম্বরের মাঝামাঝিতে ভারতের উত্তরখাণ্ড রাজ্যের আউলি ১০ হাজার উচ্চতায় সামরিক মহড়া চালানো হবে। মহড়ায় যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হবে। 

আউলি হচ্ছে ভারত ও চীনের লাইন অব একচুয়াল কন্ট্রোল সীমান্তের বিতর্কিত ও অস্থিতিশীল এলাকা থেকে ৯৫ কিলোমিটার দূরে। 

সামরিক মহড়াটি ১৮ তম বার্ষিক যৌথ অনুশীলন হিসেবে অনুষ্ঠিত হবে যা ইয়ুদ আবয়াস বা যুদ্ধ প্রশিক্ষণ হিসেবে পরিচিত। 

২০০০ সালের জুনে হিমালয়ে ভারত ও চীনের রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশ দুটি সম্পর্কের চরম অবনতি হয়। ঐ যুদ্ধে ২০ জন ভারতীয় সৈন্য ও চার চীনা সৈন্য নিহত হয়। 

সম্প্রতি ভারতের সীমান্তেতর কাছাকাছি পেংকং সো লেকের পাশে চীন একটি সেতু নির্মাণ করায় দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সেতু নির্মাণের জন্য ভারতীয় সরকার নিন্দা জানিয়েছে। 

চলতি বছর ভারত সফরের সময় যুক্তরাষ্ট্রর সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডিং জেনারেল চার্লস ফ্লাইয়েন বিতর্কিত সীমান্তের কাছে চীনের সামরিক তৎপরতা একটি সংকেত হিসেবে বিবেচনা করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত রাখতে ভারতের সঙ্গে আমাদের অংশীদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, অনুশীলন, প্রশিক্ষণ ও ইয়ুধ আবহয়াস হচ্ছে বার্ষিক দ্বিপাক্ষিক অনুশীলন যেখানে আন্তঃক্রীয়াশীলতা ও সক্ষমতা বাড়িয়ে আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে পারবো।

Place your advertisement here
Place your advertisement here