• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে ঘনিষ্ঠ হচ্ছে চীন-রাশিয়া সম্পর্ক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক চাপ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে রাশিয়া ও চীন এ খাতে সম্পর্ক ঘনিষ্ঠ করার জন্য একটি রোডম্যাপে সই করেছে। দুই দেশের সীমান্তে মার্কিন সামরিক বাহিনীর তৎপরতা বেড়ে যাওয়ার কারণে যখন উত্তেজনা বাড়ছে তখন এই রোডম্যাপ সই করা হলো।

গত বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়বলেছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেং ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করেন এবং সেখানে তারা সামরিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে অভিন্ন আগ্রহের কথা ব্যক্ত করেন। দুই মন্ত্রী বলেন, কৌশলগত সামরিক মহড়া ও দুই পক্ষের মধ্যে যৌথ টহল বাড়াতে হবে।

রুশ মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু চীনের সঙ্গে পাঁচ বছর মেয়াদি একটি সহযোগিতা চুক্তিতে সই করেছেন তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয় নি। বেশ আগে থেকেই রাশিয়া ও চীন জাপান সাগর এবং পূর্ব চীন সাগরসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ নৌ টহল দিয়ে আসছে।

Place your advertisement here
Place your advertisement here