• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

প্রাকৃতিক দুর্যোগে ১০০ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতির আশঙ্কা- বাইডেন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক দুর্যোগে এ বছর ১০০ বিলিয়ন (১০ হাজার কোটি) ডলার ক্ষয়ক্ষতির সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এখনও ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে জ্বলছে। অঙ্গরাজ্যটির বেশ কয়েকটি বনাঞ্চল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গাছপালাসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, প্রাকৃতিক দুর্যোগে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে যুক্তরাষ্ট্রে। গত বছরে অনেক ক্ষতি হলেও এ বছর ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা দেখছি। এ বছরে ১০০ বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ভয়াবহ আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চল। পুড়ে গেছে কয়েকশো বাড়িঘরসহ কয়েকটি বনাঞ্চলের অসংখ্য গাছপালা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। তবে বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত দেশটি। একের পর এক দুর্যোগ দেশটির পিছু ছাড়ছে না।

Place your advertisement here
Place your advertisement here