• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৪ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

টাইফুন ‘ইয়াগি’ এখন বঙ্গোপসাগরে, রাতের মধ্যেই নিম্নচাপের শঙ্কা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

সুপার টাইফুন ‘ইয়াগি’ ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানার পর বাংলাদেশের স্থলভাগ পার করে কিছুটা দুর্বল হয়ে বঙ্গোপসাগরে এসেছে। এটি লঘুচাপ থেকে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি করেছে। আজ রাতের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি করবে টাইফুন ‘ইয়াগি’।

শুক্রবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সংস্থাটি জানিয়েছে, আজ দেশের পাঁচ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য তিন বিভাগে কম বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, শনিবার পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা। এছাড়া দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

কক্সবাজারে দেশের সর্বোচ্চ ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here