• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

তাসনিম খলিলসহ চারজনের সম্পত্তি ক্রোকের আদেশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার অভিযোগপত্রভুক্ত সুইডেনপ্রবাসী বিতর্কিত সাংবাদিক তাসনিম খলিলসহ চার আসামির সম্পত্তি ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। 

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস্‌সামছ জগলুল হোসেন গতকাল সোমবার এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্য তিন আসামি হলেন হাঙ্গেরিপ্রবাসী সামিউল ইসলাম খান ওরফে স্যাম ওরফে জুলকারনাইন, আশিক ইমরান ও ওয়াহিদুন নবী। 

এ মামলায় গত ১২ সেপ্টেম্বর কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ সাতজনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। মামলায় সাত আসামির মধ্যে তিনজন জামিনে আছেন। 

এরা হলেন আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান। বাকি চার আসামিকে পলাতক দেখানো হয়েছে।

আসামিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতির জনক, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, মহামারি করোনাভাইরাস সম্পর্কে গুজব, রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার এবং বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। 

গত বছরের মে মাসে ওই ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে র‍্যাব। পরে ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

Place your advertisement here
Place your advertisement here