• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

খোলামেলা পোশাক পরা নারীদের বিরুদ্ধে কড়া আইন চান কঙ্গনা!

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ধর্মীয় স্থানে খাটো পোশাক নয়! যে সব মহিলারা কটাক্ষের শিকার হয়েও দিনের পর দিন একই কাজ করে চলেছেন, তাদের উদ্দেশে সতর্কবার্তা কঙ্গনার। অভিনেত্রীর দাবি, “বোকামি করছেন আপনারা।”

ধর্মস্থানে কেমন পোশাক পরা উচিত— তা নিয়ে আলাদা আইন জারি করার পক্ষেও মত দিলেন ‘কুইন’।

ধর্মীয় স্থানে নারীদের খোলামেলা পোশাক পরা নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি সমাজমাধ্যমে এক ছবি ঘিরে বিতর্ক দানা বাঁধে। এক টুইটার ব্যবহারকারী ছবিটি শেয়ার করেছিলেন। সেখানে স্লিভলেস ক্রপ টপ ও হটপ্যান্ট পরা এক তরুণীকে হিমাচল প্রদেশের এক মন্দিরে দেখা গিয়েছে।

মন্দির প্রাঙ্গনে এ ধরনের পোশাক পরা যে কুরুচিকর, তা নিয়ে সহমত কঙ্গনাও। সেই টুইটার ব্যবহারকারীকে সমর্থন করে কঙ্গনা লিখেছেন, “এগুলো পশ্চিমা পোশাক। তৈরি করেছেন শ্বেতাঙ্গরা। কিন্তু আমি নিজেও এ ধরনের পোশাক পরে ভাটিকানে ঢুকতে পারিনি। হোটেলে গিয়ে আমায় পোশাক বদলে আসতে বাধ্য করা হয়।”

নিজের জীবনের অভিজ্ঞতায় সেই শিক্ষামূলক অধ্যায়ের কথা ভাগ করে নিয়ে কঙ্গনা লেখেন, “যারা এগুলো পরেন তারা জোকার। রাতে যা পরে ঘুমান সেগুলোই পরে ঘুরে বেড়াতে ভালবাসেন তারা। কারণ আর কিছুই নয়, তারা ভীষণ কুঁড়ে আমার ধারণা। পোশাক বদলানোর ঝক্কি পোহাতে চান না। তবে আমার মতে এদের জন্য কড়া নিয়ম আনা উচিত।”

এই সুযোগে পরিচালক-প্রযোজক করণ জোহরকেও আর এক বার দুষলেন অভিনেত্রী। তার দাবি, করণের মতো নির্মাতারাই পশ্চিমের সংস্কৃতিকে বেশি মদত দিয়ে দেশের পরিবেশ কলুষিত করছেন।

Place your advertisement here
Place your advertisement here