• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

যে কয়বার উঠেছিলো ফারুকের মৃত্যুর গুজব

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সোমবার (১৫ মে) সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

অভিনেতা ফারুক বেশ কয়েক বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন।  চিকিৎসাধীন অবস্থাকালে তার মৃত্যুর গুজব ছড়িয়ে বেশ কয়েকবার। ‘মিয়াভাই’ খ্যাত এই অভিনেতা ২০২১ সালের ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বেশ কয়েকবার কিছুটা সেরে উঠলেও পুরোপুরি সুস্থ হননি এই অভিনেতা। 

২০২১ সালের ৮ এপ্রিল সন্ধ্যায় হঠাৎ সামাজিক মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। এরপর ২০২২ সালের ৯ এপ্রিল মধ্যরাতে আবারও এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এমনকি গত দুই বছরে বেশ কয়েকবার সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়েছে। 

প্রিয় অভিনেতার এমন মৃত্যুর গুজবে বেশ বিরক্ত ও বিব্রত হয়েছিলেন তার পরিবার ও ভক্তরা। তবে প্রত্যেকবারই পরিবারের পক্ষ থেকে সুস্থতার বিষয়টি নিশ্চিত করা হয়। এমনকি নায়ক ফারুকের স্ত্রী ফারহানা পাঠান গণমাধ্যমের কাছে গুজবের বিষয়টি নিশ্চিত করে দোয়া চেয়েছিলেন।

উল্লেখ্য, এইচ আকবর পরিচালিত 'জলছবি' চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন নায়ক ফারুক। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো, ‘সারেং বৌ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘মিয়া ভাই’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আবার তোরা মানুষ হ’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’, ‘সখী তুমি কার’, ‘কথা দিলাম’, ‘সূর্য গ্রহণ’ ইত্যাদি।

Place your advertisement here
Place your advertisement here