• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নিউইয়র্কে ‘রিকশা গার্ল’-এর প্রিমিয়ার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

বিদেশের বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শনের পর এবার অমিতাভ রেজা চৌধুরীর বহুল আলোচিত চলচ্চিত্র ‘রিকশা গার্ল’-এর প্রিমিয়ার হতে যাচ্ছে নিউইয়র্কের ম্যানহাটনে।

বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় আগামী ৫ মে শহরটির বিখ্যাত মুভি থিয়েটার ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকায় জমকালো আয়োজনে এই সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।—এমনটাই নিশ্চিত করেছেন বায়োস্কোপ ফিল্মসের প্রধান নির্বাহী পরিচালক রাজ হামিদ। প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্হিত থাকবেন ছবির পরিচালক অমিতাভ রেজা, সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পী নভেরা রহমান, মোমেনা চৌধুরীসহ অনেকে। 

বায়োস্কোপ ফিল্মসের প্রধান নির্বাহী পরিচালক রাজ হামিদ বলেন, ‘ম্যানহাটনের ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা থিয়েটারটি নিজেই একটা ইতিহাস। এই থিয়েটারে বাংলা সিনেমা প্রিমিয়ারের আয়োজন করতে পেরে আমার জীবনের একটা শখ পূরণ হলো। রেড কার্পেটের আয়োজনও থাকছে। দিনটি স্মরণীয় করতে সব ধরনের আয়োজন করেছি।’ 

আমেরিকায় প্রিমিয়ার হওয়ার খবরে দারুণ খুশি অভিনেত্রী মোমেনা চৌধুরী। ফেসবুকে এ অভিনেত্রী লিখেছেন, ‘রিকশা গার্ল নিউইয়র্কে প্রিমিয়ার শো। আমার জন্য ভীষণ আনন্দের। নভেরা রহমানসহ আমরা পুরো পরিবার নিয়ে থাকবো সে রাতে।’ 

প্রিমিয়ারের পরদিন ৬ মে থেকে ১২ মে পর্যন্ত জামাইকা মাল্টিপ্লেক্সে রিকশা গার্ল চলবে। এরপর আমেরিকার ১৯টি অঙ্গরাজ্যের ৫২টি শহরে চলবে ছবিটি।

Place your advertisement here
Place your advertisement here