• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী বক্তব্য অন্তর্ভুক্ত করতে রুল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দেশের সব পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী বক্তব্যসমূহ কেন অন্তর্ভুক্তি করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশিদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এদিন আদালত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্নীতিবিরোধী বক্তব্যসমূহ দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্তি করার বিষয়ে রুল জারি করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিব ও শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। পাশাপশি দুদককে বিষয়টি পর্যবেক্ষণ করতে বলেন আদালত। আগামী ৪ জুন রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশে। এ ছাড়া আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় অডিও, ভিডিও যদি থাকে তা কোর্টকে হলফ আকারে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here