• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হাবিপ্রবির গবেষণা পর্যালোচনা কর্মশালায় সেরা উপস্থাপক ৯ শিক্ষক   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২০-২১ অর্থ বছরে সম্পাদিত গবেষণা প্রকল্পসমূহের তিন দিন ব্যাপী অনুষ্ঠিত 'বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২১' এর সেরা উপস্থাপকের সম্মাননা পেয়েছেন ৮টি অনুষদের ৯ জন শিক্ষক।

গত ১৯ ডিসেম্বর (রবিবার) হতে ২১ডিসেম্বর (মঙ্গলবার) তিনদিন ব্যাপী ওই কর্মশালায় ৮ অনুষদের ২০২০-২১ অর্থবছরে সম্পাদিত মোট ১১৭ টি গবেষণা প্রকল্পের চূড়ান্ত ফলাফল উপস্থাপন করা হয়। উপস্থাপকগণ তাদের উপস্থাপনার জন্য সর্বোচ্চ ১০ মিনিট সময় পান। 

কর্মশালার শেষ দিন ২১ ডিসেম্বর বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ সেরা উপস্থাপকদের সম্মানিত করা হয়। ওই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আই.আর.টি) এর পরিচালক অধ্যাপক ড. এস এম হারুন উর রশিদ। 

বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় শিক্ষকদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৮ অনুষদের সেরা ৯ জন উপস্থাপক হলেন, কৃষি  অনুষদের এন্টোমলজি বিভাগের অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাঈদ, বিজনেস স্টাডিজ অনুষদের অ্যাকাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক মো মাঈন উদ্দীন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ফুড প্রসেসিং এন্ড প্রিজার্ভেশন বিভাগের অধ্যাপক ড. মারুফ আহমেদ, ভেটেনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদের ডেইরি অ্যান্ড পোল্ট্রি সাইন্স বিভাগের অধ্যাপক ড. মোসা: আফরোজা খাতুন, মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. ইমরান পারভেজ, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো: সোহরাওয়ার্দী, বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: শামসুজ্জোহা এবং সোশ্যাল সাইন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো: জুয়েল আহমেদ সরকার। 

উল্লেখ্য যে, কর্মশালার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

Place your advertisement here
Place your advertisement here