• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

সাড়ে ৩ লাখ শিক্ষার্থীর করোনার টিকাদান শুরু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

করোনার কারণে দেড় বছর ধরে বন্ধ বিশ্ববিদ্যালয়। এ অবস্থায় সেশনজটে পড়েছে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে তাই নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের টিকা।

এই লক্ষ্যকে সামনে রেখে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। দুই মাসের মধ্যে দেয়া হবে সাড়ে তিন লাখ শিক্ষার্থীকে। এরপরই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

সরকারের সিদ্ধান্ত, শিক্ষার্থীদের টিকা দিয়ে খোলা হবে বিশ্ববিদ্যালয়। সে লক্ষ্যে শুরু হয়ে গেছে টিকা কার্যক্রম। এরই মধ্যে প্রথম ডোজ নিয়েছেন অনেক শিক্ষার্থী।

সুরক্ষা অ্যাপের মাধ্যমে পাবলিক বিশ্ববিদল্যালয়ের শিক্ষার্থীদের নিবন্ধন করা হচ্ছে। আর এরফলে শিক্ষার্থীরা নিজ নিজ জেলা থেকে টিকা দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, প্রথমে ১ লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থীকে টিকা দেয়া হচ্ছে। এরপর অনাবাসিক শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। তারপর খোলা হবে বিশ্ববিদ্যালয়।

জাতীয়, উন্মুক্ত ও ইসলামি বিশ্ববিদ্যালয় বাদে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা সাড়ে ৩ লাখ।

Place your advertisement here
Place your advertisement here