• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

স্টপেজে প্রকাশ্যে বাস ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ হাইকোর্টের 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

বাস স্টপেজে প্রকাশ্যে ও যাত্রীদের কাছে সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শনে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এক মাসের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতি এ নির্দেশনা দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

আদালতে রিট আবেদনকারী আইনজীবী মো. আবু তালেব নিজেই শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী মোখলেসুর রহমান ও ব্যারিস্টার মুসতাসীম তানজীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। পরে আবু তালেব গণমাধ্যমকে জানান, রুলে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ১২২ ধারা অনুযায়ী বাস, মিনিবাস তথা গণপরিবহনের ভাড়া বাড়া সংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করতে পারার ব্যর্থতাকে কেন বেআইনি ও আইন পরিপন্থি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

একই সঙ্গে আইনের ৩৪ (৩) ধারার বিধান প্রতিপালনে ভাড়ার তালিকা প্রকাশ্য স্থান ও সহজে দৃশ্যমান স্থানে না টানিয়ে ভাড়া আদায় করার বিষয়টি নিয়ন্ত্রণ করতে না পারা এবং আইনের ৩৪ (৪) ধারার বিধান মোতাবেক যাত্রীদের কাছ থেকে বাস মালিক, কন্টাক্টরদের বেশি ভাড়া আদায় বন্ধ করার ব্যর্থতা কেন বেআইনি ও আইন পরিপন্থি ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চেয়েছে হাই কোর্ট।

এ রুল বিবেচনাধীন থাকায় অবস্থায় এক মাসের মধ্যে বাস থামার প্রতিটি নির্দিষ্ট জায়গায় প্রকাশ্য ও যাত্রীদের কাছে সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রকাশ এবং ইলেকট্রনিক বিল বোর্ডের মাধ্যমে তালিকা প্রদর্শনের জন্য এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণে বিআরটিএর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী আবু তালেব।

Place your advertisement here
Place your advertisement here