• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

রুদ্ধদ্বার বৈঠক শেষে কোটা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জুলাই ২০২৪  

Find us in facebook

Find us in facebook

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আদালত থেকে যেভাবে সিদ্ধান্ত আসবে। সেভাবেই আমাদের কাজ করতে হবে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন- আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষা প্রতিমন্ত্রী সামছুন্নাহার চাঁপা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

এর আগে, এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরা কোটা বাতিলের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এটা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা তা পরীক্ষা করা হচ্ছে। সময়ের পরিবর্তনে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে। কোনো কিছু গোপন করা সম্ভব হবে না।

Place your advertisement here
Place your advertisement here