• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ৩ দেশের শ্রমবাজার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশের কর্মীদের জন্য দুবাই, ওমান ও কাতারের শ্রমবাজার আবারো নিয়মিত হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ৯৬ হাজার অবৈধ কর্মীকে বৈধতা দেবে ওমান। আর দুবাই নেবে ৩ হাজার কর্মী।

সম্প্রতি ওমান ১২ ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দিয়েছে। দেশটিতে বর্তমানে প্রায় ৮ লাখ বাংলাদেশি বসবাস করছে। তবে ১২ ক্যাটাগরির ভিসার মধ্যে সাধারণ কর্মী যাওয়ার সুযোগ নেই। দক্ষ কর্মী চেয়েছে দেশটি। 

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, ৯৬ হাজার বাংলাদেশি কর্মী বিভিন্নভাবে অবৈধ উপায়ে গিয়েছিলেন ওমানে। এরই মধ্যে তাদেরকে বৈধ করবে বলে আমাদের জানিয়েছে। সেটা আমাদের বড় অর্জন। সেটার জন্য একটা ফি নেয়া হয়। সেটা যেন মওকুফ করা হয় তার জন্য আমরা আবেদন জানিয়েছি।’  

দুবাই ও কাতারে আবারো শ্রমবাজার নিয়মিত হতে যাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুবাই থেকে এরই মধ্যে ৩ হাজার কর্মীর চাহিদা এসেছে। এছাড়া কাতারের শ্রমবাজারও শিগগির খুলে দেওয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here