• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

বই পড়ে দেখুন, মিথ্যাচার বিশ্বাস করবেন না: শিক্ষামন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ধর্ম নিয়ে কি মিথ্যাচার চলে? যারা এ বিষয়ে মিথ্যাচার করে তাদের কথায় কান দেবেন না। বইয়ে কী আছে নিজেরা পড়ে দেখবেন। তারা কি বলে সেটি বিশ্বাস করবেন না। শুক্রবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা কাশেম উলমুল মাদরাসা মাঠে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একটি করে বই নতুন তৈরি করে দেব। এ দুই শ্রেণির যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো পড়া বন্ধ থাকবে। এসব বইতে ইসলামবিরোধী কিছুই নেই। এরপরও আমরা মানুষের কথা শুনি, গুরুত্ব দেই এবং সম্মান করি।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া, হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান সাউদ আল নাছের প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here