• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

বর্তমানে দেশে খাদ্যের ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্যের চাহিদার পরিমাণ উৎপাদনের চেয়ে কম হওয়ায় বর্তমানে দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই। বুধবার সংসদে সরকারি দলের সদস্য বেগম শামসুন নাহারের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভে (ইইচআইইএস ২০১৬) অনুসারে দেশের মোট খাদ্যের চাহিদা ২৩৮ লাখ ৩৯ হাজার মেট্রিক টন এবং খাদ্যশস্যের উৎপাদন ৩৯১ লাখ ৩০ হাজার মেট্রিক টন।  

সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের অপর এক প্রশ্নে জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমানে (৩০-০১-২০২৩ তারিখ পর্যন্ত) সরকারি খাদ্যগুদামে ১৫ লাখ ৮৯ হাজার ২৮ মেট্রিক টন চাল ও ৩ লাখ ৭৯ হাজার ৭৯ মেট্রিক টন গমসহ সর্বমোট ১৯ লাখ ৬৮ হাজার ১০৭ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। বর্তমান খাদ্য মজুদ বিবেচনায় আপাতত খাদ্যের কোনো ঘাটতি নেই।

সরকারি দলের সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, চলতি আমন সংগ্রহ, ২০২২-২০২৩ মৌসুমে সরকারিভাবে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here