• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

সিরিয়া-তুরস্ক ভূমিকম্পে প্রাণহানি: বাংলাদেশে শোক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার এ শোক পালন করা হবে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।

আরো জানানো হয়, বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গত সোমবার ভূমিকম্পে দুই প্রতিবেশী দেশ তুরস্ক ও সিরিয়ায় ইতোমধ্যে প্রায় ১০ হাজার জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে এখনো বহু মানুষ।

এদিকে উদ্ধারকাজ পরিচালনা ও সহযোগিতার জন্য রাতে তুরস্ক যাচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ সদস্যের উদ্ধারকারী দল। 

জানা গেছে, ফায়ার সার্ভিসের ১২ সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর তত্ত্বাবধানে মোট ৬০ জন যাচ্ছেন। এদের মধ্যে ১০ জন চিকিৎসক রয়েছেন।

Place your advertisement here
Place your advertisement here