• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

দেশে টিকার আর সংকট হবে না- পররাষ্ট্রমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

আগামীতে দেশে করোনাভাইরাস প্রতিরোধ টিকার আর সংকট হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার জাপান থেকে আসা প্রায় আড়াই লাখ অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা গ্রহণের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ ও মাধ্যম থেকে বাংলাদেশে করোনাভাইরাসের টিকা আসা শুরু হয়েছে। টিকা আসা অব্যাহত থাকবে। এতে করোনার টিকার আর কোনো সংকট হবে না।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপান কয়েক ধাপে ২ দশমিক ৯ মিলিয়ন ডোজের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে।

তিনি আরো জানান, দেশবাসীর জন্য টিকার অব্যাহত সরবরাহ নিশ্চিত করতে সরকার এরই মধ্যে বাণিজ্যিকভাবে ক্রয়ের পাশাপাশি কোভ্যাক্সের আওতায় বিভিন্ন উৎস থেকে আরো করোনার টিকা সংগ্রহের সুব্যবস্থা করেছে।

Place your advertisement here
Place your advertisement here